আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: “অসাধারণ সাফল্য। বৈশালী রমেশবাবুকে অভিনন্দন।” মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইন্টারন্যাশনাল চেজ ফেডারেশন (ফাইড) এক্সবার্তায় জানিয়েছে, “বৈশালী রমেশবাবু FIDE মহিলা গ্র্যান্ড সুইস 2025-এর বিজয়ী! তিনি টানা দ্বিতীয়বারের মতো এই খেতাব দাবি করেছেন এবং মহিলা প্রার্থী ২০২৬-এ তাঁর স্থান নিশ্চিত করেছেন!” প্রধানমন্ত্রী লিখেছেন, “তাঁর আবেগ এবং নিষ্ঠা অনুকরণীয়। তাঁর ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা।”