আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীল কার্কির সঙ্গে ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে সুশীলা কার্কির সঙ্গে যে কথা হয়েছে মোদী নিজের এক্স হ্যান্ডেলে সেই কথা জানিয়েছেন। বর্তমানে নেপালের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারতের সমর্থনের কথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় ফোনে কথোপকথনের বিষয়ে
মোদী লিখেছেন, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে ফোনে কথা হলো।সাম্প্রতিক কালে নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য তাকে আন্তরিক সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বদা পাশে থাকবে ভারত। সে কথা জানিয়েছি তাঁকে।
শুক্রবার নেপালি জাতীয় দিবস। তার আগে নেপালের নতুন প্রধানমন্ত্রী সহ গোটা দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী।
সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে নিয়ে চলতি মাসের শুরুতে ছাত্র যুব আন্দোলনে তোলপাড় হয় নেপাল। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় বিক্ষোভকারীদের বহুজনের। কিন্তু বিক্ষোভের আগুন তীব্রতর হতেই ৯ সেপ্টেম্বর পদত্যাগ করে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয় সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। ১২ সেপ্টেম্বর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ৭২ বছরের সুশীলা। তারপর থেকে তাকে একাধিকবার অভিনন্দন জানিয়েছেন মোদী। সুশিলার প্রধানমন্ত্রীত্বকে নারী ক্ষমতায়নের প্রতীক বলে ব্যাখ্যা করেছেন মোদী। আবার নেপালে তরুণ তুর্কি জেন জি-র প্রশংসাও করেছেন মোদী। তবে এই প্রথম ফোনে কথা হলো দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে।