ভগৎ সিংকে স্মরণ করলেন নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ভগৎ সিংকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “শহীদ ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। ভারতের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ এবং অটল উৎসর্গ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। সাহসের আলোকবর্তিকা, তিনি চিরকাল ন্যায় ও স্বাধীনতার জন্য ভারতের নিরলস লড়াইয়ের প্রতীক হয়ে থাকবেন।“

প্রসঙ্গত, ভগৎ সিংয়ের জন্ম ১৯০৭-এর ২৮ সেপ্টেম্বর। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের  ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। দেশের স্বাধীনতা সংগ্রামে ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী। ভারতের জাতীয়তাবাদীরা তাঁকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *