Modi, Tegh Bahadur, গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর

আমাদের ভারত, ২৫ নভেম্বর: “শ্রী গুরু তেগ বাহাদুর জির ৩৫০তম শহিদ দিবসে, আমরা তাঁর অতুলনীয় সাহস এবং ত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।” মঙ্গলবার এক্সবার্তায় এভাবে শিখ ধর্মগুরুকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিয়ো-সহ তিনি লিখেছেন, “বিশ্বাস এবং মানবতার সুরক্ষার জন্য তাঁর শহিদ হওয়ার বিষয়টি চিরকাল আমাদের সমাজকে আলোকিত করবে।”

প্রসঙ্গত, গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু এবং একজন মহান যোদ্ধা, কবি ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।তিনি ১৬২১ সালে জন্মগ্রহণ করেন, ১৬৬৫ থেকে ১৬৭৫ সাল পর্যন্ত শিখদের নেতৃত্ব দেন। ধর্মীয় স্বাধীনতার জন্য তাঁর প্রতিবাদ এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের আদেশে ১৬৭৫ সালে তাঁর শিরশ্ছেদের জন্য তিনি স্মরণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *