সুগত বসুর সঙ্গে নেতাজি ভবন ঘুরে দেখে দেশনায়ককে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ জানুয়ারি:
সুগত বসুর সঙ্গে নেতাজি ভবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তার রাজ্য সফরে প্রথমেই প্রধানমন্ত্রী কলকাতার এলগিন রোডের বসু পরিবারের বাড়িতে যান। সেখানে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি ঘুরে দেখেন নরেন্দ্র মোদী।

যদিও প্রথমদিকে প্রধানমন্ত্রীর বসু পরিবারে যাওয়ার কোনও কর্মসূচি ছিল না। প্রধানমন্ত্রীর প্রোগ্রাম সিডিউল দিল্লির আমলা মহল করে থাকে। সূত্রের খবর, তারাই সুভাষচন্দ্র বসুর বাড়িতে যাওয়ার কোনও কর্মসূচি রাখেনি। এই কথা রাজ্য বিজেপির অন্দরে জানাজানি হতেই বসু পরিবারে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। সূত্রের খবর, এই কথা প্রধানমন্ত্রীর কানে উঠতেই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে যেতে ইচ্ছা প্রকাশ করেন। সেইমতো কলকাতায় নেমে প্রথমেই এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাড়িতে যান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুগত বসু। তবে প্রধানমন্ত্রীর বসু পরিবার সফরে কোনও বিজেপি নেতা ছিলেন না। প্রায় ১৫ মিনিট ধরে নেতাজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানেই দেশনায়ককে শ্রদ্ধা জানান তিনি। এরপরেই কংগ্রেস রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অভিজ্ঞতা সুগত বসুর সঙ্গে শেয়ার করেন নরেন্দ্র মোদী।

রাজনৈতিক মহলের একাংশের মতে কংগ্রেসের মধ্যে কিভাবে সুভাষচন্দ্র বসুকে কোণঠাসা করা হয়েছিল সে প্রশ্নই সুকৌশলে তুলেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *