সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক নরেন্দ্র মোদীর

আমাদের ভারত, ৩ মার্চ: সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকাহত। পশ্চিমবঙ্গে বিজেপি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তাঁর আইনগত দক্ষতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দক্ষতার জন্য সম্মানিত ছিলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

প্রসঙ্গত, শুক্রবার সকালে কলকাতার সানি পার্কের বাড়িতে প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি রাজ্য বিজেপির সভাপতিও হয়েছিলেন। তবে রাজনৈতিক মহলে জলুবাবু নামেই পরিচিত ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *