আমাদের ভারত, ৬ আগস্ট: ২০২২ কমনওয়েলথ গেমসে সাফল্যের জন্য প্রিয়ঙ্কা গোস্বামীকে টুইটারে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী লিখেছেন, “লোভনীয় রৌপ্য পদক জেতার জন্য আমাদের জাতীয় রেস ওয়াকিং চ্যাম্পিয়ন প্রিয়াঙ্কা গোস্বামীকে অভিনন্দন। এই পদক দ্বারা তিনি ভারতের অনেক তরুণকে এই খেলাটি গ্রহণ করতে অনুপ্রাণিত করেছেন। আগামী দিনে সে যেন সাফল্যের নতুন উচ্চতায় চড়ে যায়।”
প্রসঙ্গত, তেজস্বিন শঙ্কর (হাই জাম্পে ব্রোঞ্জ) এবং এম শ্রীশঙ্করের (লং জাম্পে রুপো) পরে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের তৃতীয় পদক এল প্রিয়াঙ্কার হাত ধরে। প্রিয়াঙ্কা গোস্বামী মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে অসাধারণ পারফরম্যান্স করেছেন। তিনি নিজের সেরা টাইমিং করে কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছেন। প্রিয়াঙ্কা ৪৩:৩৮.৮২-এ রেস সম্পূর্ণ করেছেন। যা তাঁর ব্যক্তিগত সেরা।

