আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি: বুধবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ পরিদর্শনে এলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি ও জলপাইগুড়ি সদর হাসপাতাল এলাকার নির্মীয়মান মেডিকেল কলেজের কাজ খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। কাজের গতি কতটা ও কিভাবে কাজ চলছে তাও খতিয়ে দেখলেন তিনি।
এ বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, জলপাইগুড়িতে যে স্থায়ী মেডিকেল কলেজ তৈরির কাজ চলছে তার অগ্রগতির বিষয়ে খতিয়ে দেখতেই এখানে আসা। মেডিকেলে পরবর্তী অ্যাকাডেমিক সেশনের আগেই অধিকাংশ বিল্ডিং তৈরি করার চেষ্টা চলছে। মালবাজার এলাকার দুয়ারে ডাক্তার পরিষেবা খুব সুন্দরভাবে চলছে। চা বাগান এলাকাগুলোর সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে আরো উন্নত করা হবে। তিনি বলেন, অ্যাডিনো ভাইরাস নিয়ে উৎকণ্ঠার তেমন কোনো কারণ নেই। প্রত্যেকটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শিশু চিকিৎসক রয়েছেন বলে তিনি জানান।