আমাদের ভারত, হুগলী, ১ জুলাই: উল্টোরথের দিন মাহেশ মন্দিরে ফিরলেন নারায়ণ শিলা। করোনা পরিস্থিতিতে ৬২৪ বছরের রথযাত্রা বাতিল হয়। এবার রথের বদলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির কোলে চড়ে নারায়ণ শিলা নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। গত নয় দিন সেখানেই পূজিত হন নারায়ণ। মূল মন্দিরের পাশে রাখা হয় প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে। মেলা দর্শনার্থীদের ভিড় সবই ছিল নিষিদ্ধ। আজ উল্টোরথে আবার মন্দিরে নিয়ে যাওয়া হল বিগ্রহ। শ্যামবাজারের বসু পরিবারের কয়েক জন সেবাইত ও স্থানীয় মানুষদের উপস্থিতি তে সম্পন্ন হয় এবারের রথযাত্রা।