চিনকে চাপে রাখতে তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে সেনাপ্রধান নারাভানে

আমাদের ভারত,২৮ ডিসেম্বর: তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতেই এই সফর বলে জানা গেছে।তবে বিশ্লেষকদের মতে এই সফরের ফরে চিনের ওপর চাপ বাড়বে।

ভারতীয় সেনা তরফের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে সোমবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক আরো দৃঢ় করতে তিন দিনের সফরে সিওল রওনা দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। দক্ষিণ কোরিয়ার জাতীয় শহীদ স্মারক ওয়ার মেমোরিয়াল প্রদর্শন করা ছাড়াও একাধিক বৈঠকে বসবেন তিনি।

সেখানে নারাভানে দেখা করবেনদ ক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, চেয়ারম্যান অফ জয়েন্ট চিপস অফ স্টাফ ও ডিফেন্স অ্যাকুইজিশন প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রীদের সঙ্গে। তাদের মধ্যে ভারত ও দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পর্ক আরো কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এছাড়াও ইনজি প্রদেশের গ্যানওয়ান শহরে অবস্থিত কোরিয়া কমব্যাট ট্রেনিং সেন্টার ও ডেজিওনে অবস্থিত এজেন্সি ফর ডিফেন্স ডেভলপমেন্টের দপ্তরেও যাওয়ার কথা রয়েছে তার।

লাদাখ সীমান্তে চিনের সাথে সংঘর্ষ হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে তৎপর হয়েছে ভারত। ইতিমধ্যেই মায়ানমার, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব ঘুরে এসেছেন। এবার দক্ষিণ কোরিয়া সফরে গেলেন নারাভানে। চিনকে চাপে রাখতেই এই উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *