আমাদের ভারত, ১২ আগস্ট : ধর্ষণের অপরাধে সাজাপ্রাপ্ত আশারাম বাপুর ছেলের গুজরাট হাইকোর্টের নির্দেশিত দুই সপ্তাহের সাময়িক ছুটি নামঞ্জুর করে দিল সুপ্রিম কোর্ট। বর্তমানে গুজরাট ও রাজস্থানে ধর্ষণ কান্ডে যাবজ্জীবন কারাদণ্ডে জেলে রয়েছে নারায়ণ ও তার বাবা আশারাম। হাইকোর্টের একক বিচারকের বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করে গুজরাট সরকারের আবেদনে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এম আর শাহের ডিভিশন বেঞ্চ নারায়ণ সাইকে একটি নোটিশ জারি করেছে।
গত ২৪ জুন ২০২১ হাইকোর্টের একক বিচারকের বেঞ্চ নারায়ণকে দুই সপ্তাহের ছুটি মঞ্জুর করে, কিন্তু ডিভিশন বেঞ্চ তা ১৩ আগস্ট পর্যন্ত স্থগিত রাখে। তাই রাজ্য ২৪ জুনের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বোম্বের এই ছুটির বিধি গুজরাটেও প্রযোজ্য। এই বিধিতে একজন বন্দীর ৭ বছর জেলে থাকার পর তাকে বছরে একবার সাময়িক ছুটি দেওয়া যাবে। তবে সুপ্রিম কোর্টের মতে, সেই বন্দীকে বার্ষিক ছুটি ক্যালেন্ডার বছর অনুযায়ী নাকি আগের ছুটির তারিখের ১২ মাস অন্তর দেওয়া যাবে তা পরীক্ষা করা দরকার। গত বছর ডিসেম্বরেও নারায়ণের মায়ের অসুস্থতার কারণে তাকে হাইকোর্ট দুই সপ্তাহের ছুটি দিয়েছিল। যদিও সেই ছুটিকে মানবতার আঙ্গিকে ধরে নিয়ে এখন আইনি বিধি অনুযায়ী প্রাপ্য ছুটির আবেদন করেছে নারায়ণের আইনজীবী।
প্রসঙ্গত, ২০১৯ সালে ২৬ এপ্রিল সুরাটের আদালত নারয়ণ সাঁইকে ভারতীয় দন্ডবিধির ৩৭৬, ৩৭৭, ৩২৩, ৫০৬-২ ও ১২০বি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।