আমাদের ভারত, ৩ জানুয়ারি:যেকোনো মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরের হামলা চালাতে পারে ভারতীয় সেনা। অপেক্ষা শুধুই নির্দেশের। একথা জানিয়ে দিলেন খোদ সেনাপ্রধান এম এম নারাভানে। নতুন সেনাপ্রধান জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীর নিয়ে একাধিক পরিকল্পনাও রয়েছে সেনার। এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নারাভানে বলেন, আমাদের বহু সেনা সীমান্তে মোতায়েন রয়েছেন। সীমান্ত সুরক্ষা নিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আমাদের নির্দিষ্ট ভাবনা-চিন্তা রয়েছে। আর সেইসব পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই আমরা গ্রহণ করব। এক্ষেত্রে যেকোনো কাজে সাফল্যের সাথে করবো আমরা। কেবল শুধু নির্দেশ ও সময়ের অপেক্ষা।
নারাভানের এই মন্তব্য থেকে খুব তাড়াতাড়ি পাক অধিকৃত কাশ্মীরের বড়োসড়ো অপারেশন চলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মঙ্গলবার সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার গ্রহণ করেছেন নারাভানে। আর তারপরই পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাসবাদ আটকাতে প্রয়োজনের যতটা সম্ভব ভেতরে ঢুকে পদক্ষেপ গ্রহণ করবে ভারতীয় সেনা।
২০১৬ সালের জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। এরপর গতবছর পুলওয়ামায় আত্মঘাতী হামলার পরও পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সতর্ক করেছিল যারা সীমান্তে আসবে তারা আর কোনভাবেই ফিরতে পারবে না। সেনাপ্রধানও মনে করিয়ে দিয়েছেন বাইরে থেকে কারো আক্রমণ বা অনুপ্রবেশ আমরা হতে দেবো না।তার জন্য চলছে উচ্চপর্যায়ের নজরদারি।