জে মাহাতো, মেদিনীপুর, ১১ নভেম্বর:
ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। এই শ্লোগান সামনে রেখে আজ বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহরের এলআইসি মোড়ের গান্ধী মূর্তির পাদদেশে নন্দীগ্রাম দিবস পালন করা হয়েছে। মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নন্দীগ্রাম সহ সারা পৃথিবীর সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শহীদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস শহর সভাপতি কুমারজিত খান, জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্যরা।