আমাদের ভারত, কলকাতা, ২০ আগস্ট: ডালহৌসিতে, বিধানসভা ভবনের সামনে রাস্তার ফুটপাথে বসল প্রাক্তন বিচারপতি তথা রাধাবিনোদ পালের নামফলক।
রাজভবন থেকে কলকাতা হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মাঝখানে দিয়ে স্ট্র্যান্ড রোড পর্যন্ত ছিল এসপ্লানেড রো (ওয়েস্ট)। সেটি বদল করেই চিহ্ণিত হয়েছে রাধাবিনোদ পালের নামে।
বুধবার প্রাক্তন বিচারপতি রাধাবিনোদের পৌত্র সুধীবিনোদ পাল এই প্রতিবেদককে জানান, গত ২৪ মে ভারতের বহুদলীয় প্রতিনিধি দল নানা দেশে গিয়েছিল। সেরকম এক সফরে জাপানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়েছিলেন মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু ও রাধাবিনোদ পালকে। ২০২৪ সালে রাজ্য সরকারের উদ্যোগে রাধাবিনোদ পালের স্মৃতিতে একটি কনক্লেভ হয়েছিল। সেখানেই রাস্তার নামকরণের বিষয়টি নিয়ে কথা দেওয়া হয়েছিল।
সুধীবিনোদবাবু জানান, জাপানের ঘটনার প্রেক্ষিতে আবার পুরনো বিষয় সামনে চলে আসে। তাই তিনি রাধাবিনোদ পালের স্মৃতিতে রাস্তার নামকরণ করতে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার কাছে আর্জি জানান। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দ্রুততার জন্য এই নামবদল হল।
প্রসঙ্গত, ১৯৪৬-৪৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত জাপানি সেনাদের দীর্ঘ কয়েক দশকের নৃশংসতার অভিযোগ ওঠে। যুদ্ধাপরাধীদের বিশেষ আন্তর্জাতিক আদালতে বিচার হয়, রাধাবিনোদ পাল ছিলেন সেই আদালতের অন্যতম বিচারপতি। তিনি তাঁর ৮০০ পৃষ্ঠার বিচক্ষণ রায় দিয়ে জাপানকে ‘যুদ্ধাপরাধ’-এর অভিযোগ থেকে মুক্ত করে জাপান-বন্ধু ভারতীয় বলে খ্যাতি পান। ১৯৬৬ সালে তাঁকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হয় নিহোন বিশ্ববিদ্যালয়ের তরফে। জাপান সম্রাট হিরোহিতোর কাছ থেকে জাপানের সর্বোচ্চ সম্মানীয় পদক ‘কোক্কা কুনশোও’ পেয়েছিলেন।