আমাদের ভারত,১৮ ডিসেম্বর:জায়গায় নাম পরিবর্তন করার যে কাজ উত্তরপ্রদেশের যোগী সরকার ক্ষমতায় আসার পর শুরু করেছেন তাতে আবার একটি নতুন সংযোজন হতে চলেছে বলে খবর। তবে এবারের জায়গার নাম পরিবর্তন করা নিয়ে বিতর্কের ঝড় প্রবল বেগে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ উত্তর প্রদেশের মেরঠ জেলার নাম পরিবর্তন করে পন্ডিত নাথুরাম গডসে নগর রাখার প্রস্তাব এসেছে।
কখনো এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ, কখনো মুঘলসরাই স্টেশন এর নাম বদল আবার কখনো আগ্রা শহরের নাম বদল। একের পর এক জায়গার নাম বদল করে বলা যায় নজির তৈরি করেছে যোগী সরকার। শোনা যাচ্ছে হিন্দু মহাসভার আব্দার শুনে এবার মেরঠ শহরের নাম বদলে নাথুরাম গডসে নগর দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।
ইতিমধ্যেই এই নাম পরিবর্তনের ক্ষেত্রে জনমতে তার কি প্রভাব পড়বে তা জানতে চেয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মেরঠের সঙ্গে আরও দুই জেলা গাজীয়াবাদ ও মুজ্ফরনগরের নাম পরিবর্তনের প্রস্তাবও করা হয়েছে। একই ভাবে এই দুই জেলাশাসকের কাছেও মতামত জানতে চাওয়া হয়েছে।
তবে জাতির জনক গান্ধীজির হত্যাকারি নাথুরাম গডসের নামে মেরঠের নাম পরিবর্তন খুব সহজ কাজ নয়। কারণ এই পরিবর্তন নিয়ে উঠতে পারে বিতর্কের প্রবল ঝড়। ফলে এখন দেখার সেই ঝড় কি ভাবে সামাল দেয় যোগী সরকার।