এলাহাবাদ,ফৈজাবাদের পর এবার নাম বদলাচ্ছে আগ্রার

আমাদের ভারত, ১৮ নভেম্বর: নাম বদলেছে
এলাহাবাদ, ফৈজাবাদের। এবার নাম বদলের পালা আগ্রার। উত্তরপ্রদেশ সরকার এবার আগ্রার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী আগ্রার নতুন নাম হতে পারে অগ্রবন। তবে নামের বিষয়টি চূড়ান্ত করার আগে তারা আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন।

সূত্রের খবর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কাছে এই নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সুগম আনন্দ জানান, তাদের কাছে আগ্রার নামকরণের ইতিহাস জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে সেই মতো কাজও শুরু করেছেন তারা। রিপোর্ট তারা খুব তাড়াতাড়ি দেবেন।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই নানা জায়গার নাম পরিবর্তন হয়েছে। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই এর নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ফৈজাবাদ জেলার নাম হয়েছে অযোধ্যা। এবার নামবদলের পালা আগ্রার।

যোগী সরকারের মতে অতীতে আগ্রার নাম ছিল অগ্রবন। তাই সরকার চায় সেই নামেই এই শহরকে ফের ডাকা হোক। আর সেই জন্যেই ইতিহাসবিদদের কাছে তারা জানতে চেয়েছে নকিভাবে অগ্রবনের নাম আগ্রায় রূপান্তরিত হয়। অপর একটি পক্ষের মতে আকবরের সময় এই আগ্রার নাম ছিল আকবরবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *