আমাদের ভারত,২ নভেম্বর: চোখে ধুলো দিয়ে মথুরার মন্দিরে নমাজ পড়ার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
স্থানীয় সূত্রের খবর গত ২৯ শে অক্টোবর দুপুর সাড়ে বারোটা নাগাদ মথুরার নন্দগাও এলাকার নন্দবাবা মন্দিরে অনুমতি না নিয়েই নমাজ পড়েন ফয়জল খান ও চাঁদ মহম্মদ নামে দুই ব্যক্তি। এরপর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অলক রতন ও নিলেশ গুপ্তা নামে দুই ব্যাক্তি। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়।
আর তারপর থেকেই মন্দির মসজিদ নিয়ে বিতর্কে ঝড় ওঠে। চারজনের নামে থানায় একটি এফআইআর দায়ের করা হয়। রবিবার রাতে মুকেশ গোস্বামী, শিবহরি গোস্বামী ও কানহা নামে তিন ব্যক্তি চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এফ আই আর এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির চত্বরে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্দির চত্বরে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, “চার জন অভিযুক্ত দিল্লির একটি সংগঠন খুদাই-খিদমতগার এর সদস্য। ২৯ অক্টোবর তারা বিনা অনুমতিতে নন্দগাও এলাকার ওই মন্দিরে নমাজ পড়েছেন। তাদের এই আচরণের ফলে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। আশঙ্কা করা হচ্ছে এই ধরনের ছবির অপব্যবহার করা হতে পারে। এই ঘটনার পেছনে বিদেশ থেকে অর্থ সাহায্য করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত। অনুমান সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর জন্য এই কাজ করানো হয়েছে।”