আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১ ডিসেম্বর: ডেঙ্গু হেমোরেজিক জ্বরে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মুসাব্বির আলম (২৫)। বাড়ি বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুরের বারা দক্ষিণ গ্রামের টারহাট পাড়ায়।
জানা গেছে, হোটেল ম্যানেজমেন্টের স্নাতক ছিল সে। মুসাব্বির পনেরো দিন ধরে জ্বরে ভুগছিলেন। প্রথমে তার ম্যালেরিয়া ও টাইফয়েড ধরা পড়ে। ফের বেসরকারিভাবে ডেঙ্গু পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। এরপরেই লোহাপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে পাঠানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। ২৮ নভেম্বর কলকাতার
এসএসকেএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর সকাল ৫.১৫ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। বাবা জাহাঙ্গীর আলমের ছোট ছেলে সে।
গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্যা মেরিনা বিবির ছেলে জাকির হোসেন ওরফে মানা বলেন, “মুসাব্বির হোটেল ম্যানেজমেন্ট করে ব্যাঙ্গালোরে থাকত। সেখান থেকেই জ্বর নিয়ে দিন পনেরো আগে বাড়িতে ফিরেছিল। ওই দিনই তাকে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। বড় ভাই রুবেল কর্মসূত্রে কুয়েতে থাকে। বাবা স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক”।

