আমাদের ভারত, মেদিনীপুর, ৫ এপ্রিল: রাতের রোমিওদের দৌরাত্ম্য আটকাতে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় রাত্রিকালীন নাকা চেকিং শুরু হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশে লকডাউন সফল করতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এজন্য নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষজনকে ঘরের বাইরে যেতে বার বার বিভিন্ন ভাবে অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন সংগঠন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এজন্য প্রায় সর্বত্র জনসচেতনতা বাড়াতে প্রচার চালানো হচ্ছে। দিনের বেলা পুলিশের নজরদারির মধ্যে পড়তে হচ্ছে সকলকেই।
পুলিশের এই কড়াকড়ি অনুশাসন এড়াতে রোমিওরা রাতের অন্ধকারে বিভিন্ন খোলা জায়গায় বা মুক্ত পার্কে যেতে শুরু করে। কিন্তু বিষয়টি পুলিশের কাছে অজানা থাকেনি। তাই রাতেও বিভিন্ন থানা এলাকায় নাকা চেকিং শুরু হয়। গতকাল শনিবার সন্ধ্যার পর বেলদা থানা এলাকায় এরকম আট জন রোমিওকে বাইক সহ আটক করে পুলিশ। তাদের কারও সঙ্গে প্রেমিকা কিংবা স্ত্রী ছিলেন। এছাড়াও বহিরাগত নয় জনকে নাকা চেকিংয়ে আটক করা হয়। পরে অবশ্য রোমিওদের সবক শিখিয়ে ছেড়ে দেয় পুলিশ।