আমাদের ভারত, হাওড়া, ১২ এপ্রিল: করোনার জেরে লকডাউন চলছে সারা দেশে। হাওড়া শহরের কয়েকটি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই।সেখানে দিনরাত ২৪ ঘণ্টা চলছে নজরদারি। এই সব এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং। নাকা চেকিংকে পুলিশ এতটা গুরুত্ব দিয়েছে যে গভীর রাতেও চলছে নাকা চেকিং।
দিনরাত জমজমাট থাকত যে হাওড়া স্টেশন তা এখন সুনশান। গেটগুলিতে তালা ঝোলানো হয়েছে। চব্বিশ ঘন্টা জনকলরবে মুখর হাওড়া স্টেশন এখন দীর্ঘশ্বাস ফেলছে করোনার জেরে।