কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউন না মেনে করোনা আতঙ্ককে দূরে সরিয়ে নিজের মত করে বিভিন্ন জায়গায় মোটর সাইকেল নিয়ে চলছে অহেতুক ঘোরাঘুরি, আড্ডা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে লকডাউন মানতে রাজ্যের নির্দেশ পালন করাতে বিনা কারণে রাস্তায় গাড়ি চলাচল আটকাতে শুক্রবার সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন বিদ্যাসাগর সেতুর কাছে ঘাটাল থানা নাকা চেকিং শুরু করে। বিনা কারণে রাস্তায় গাড়ি আটকাতে এবং করোনা সংক্রমন আটকাতে জেলা জুড়ে চলছে এই কর্মসূচি বলে জানান ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ও ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। বিভিন্ন জায়গায় এই নাকাচেকিং চলবে। নিয়ম না মেনে চললে ব্যবস্থা নেওয়া হবে।