আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ নভেম্বর:
করোনা সচেতনতায় এবার উত্তর ২৪ পরগনার নৈহাটির বড় মা কালীর পুজো লক্ষ লক্ষ ভক্তদের ভার্চুয়ালি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন এই পুজোর উদ্যোক্তারা। প্রশাসনের নির্দেশে নৈহাটির অরবিন্দ রোডে বড় মা কালীর পুজোয় চলতি বছরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, নেওয়া হবে না ভক্তদের পুজো, স্বশরীরে উপস্থিত থেকে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে দেওয়া যাবে না অঞ্জলি, দন্ডী কেটে মায়ের পুজো দিতে আসা যাবে না এবছর।
করোনা পরিস্থিতিতে ভক্তদের সুবিধার্থে প্রশাসনের নির্দেশ মেনে এবছর বড় মা কালী পুজোর উদ্যোক্তারা মায়ের ভক্তদের কাছে অনলাইনে ভার্চুয়ালি মায়ের পুজো দেখার অনুরোধ করেছেন সকলের কাছে। তবে পুরনো ঐতিহ্য ও পরম্পরা মেনে নির্দিষ্ট নিয়মেই বড় মার পুজো অনুষ্ঠিত হবে নির্দিষ্ট স্থানেই। নৈহাটি বড় কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য্য বলেন, “করোনা সচেতনতার কারনে আমরা এবার ভক্তদের অনুরোধ করছি আপনারা ভার্চুয়ালি আমাদের পুজোতে শামিল হন, ভার্চুয়ালি অঞ্জলি দিন, পুজো দিন। আমরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে এবছর পুজো দেখানোর ব্যবস্থা করছি। প্রশাসনের নির্দেশ মেনে নিয়েছি আমরা। লক্ষ লক্ষ দর্শনার্থী ও ভক্তদের মধ্যে আমরা আগে থেকেই প্রচার করছি করোনা সচেতনতার কারনে এবছর আমরা রীতি মেনে মায়ের পুজো করলেও, ঘটনাস্থলে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, ভক্তদের থেকে সরাসরি পুজো নেওয়া হবে না। মণ্ডপ চত্বরে অঞ্জলি দিতে পারবেন না ভক্তরা। তবে ভার্চুয়ালি প্রত্যেকেই আমাদের পুজোর সঙ্গে যুক্ত থেকে সুরক্ষিত থেকে নিজেদের মনস্কামনা মাকে জানতে পারেন, পুজো দিতে পারেন, অঞ্জলি দিতে পারবেন।”