আমাদের ভারত, পূর্ব মেদনীপুর, ২২ এপ্রিল: দ্বিতীয় দফার লকডাউনে গৃহবন্দি মানুষ। এর ফলে কর্মহীন বহু মানুষ। দীর্ঘদিন কাজ না থাকার ফলে দিন আনা দিন খাওয়া কর্মজীবী মানুষদের রুজিরুটিতে টান পড়েছে। গরিব খেটে-খাওয়া এইসব মানুষদের সাহায্যের জন্য সরকারের পাশাপাশি হাত বাড়িয়েছে বহু সেচ্ছাসেবী সংগঠন। আজ কোলাঘাটের নহলা তরুণ সংঘের উদ্যোগে তৃতীয় দফায় সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০০ জন দুঃস্থ মানুষকে চাল, ডাল, আলু সহ অন্যান্য খাদ্যসামগ্ৰী তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প নিগমের চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরী, পূর্বমেদিনীপুর জেলা পরিষদের সদস্য গৌরমোহন দাসঠাকুর এবং ক্লাব সম্পাদক তরুণ ঘোড়াই সহ অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ।

বিপ্লব রায় চৌধুরী বলেন, দীর্ঘ লকডাউনে গরিব মানুষরা সমস্যার সম্মুখীন। এই ধরনের ক্লাব, সংগঠনগুলি এগিয়ে না এলে সরকারের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই অভাবের দিনে খাদ্য সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি মানুষজন।


