জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ নভেম্বর: মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন মার্কিন প্রবাসী জৈব-রসায়ন বিজ্ঞানী ড: রামকৃষ্ণ দে।নিজের মাধ্যমিক স্কুলের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রী লক্ষ্মী কামিল্যার পড়াশোনার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রবাসী জৈব রসায়ন বিজ্ঞানী তথা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল শ্রী বিদ্যাপীঠের এই কৃতী প্রাক্তনী। মহাপাল শ্রী বিদ্যাপীঠের এই প্রাক্তন ছাত্রী বর্তমানে বেলিয়াবেড়া সরকারি কলেজের সোসিওলজি অনার্সের প্রথম বর্ষে পাঠরতা। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় তার প্রস্তুতির প্রয়োজনীয় আটখানা বই রামকৃষ্ণবাবু কিনে দেওয়ার ব্যাবস্থা করছেন।