স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১জানুয়ারি: আর্থিক তছরূপের অভিযোগ উঠলো নদীয়ার নাকাশিপাড়া থানার তৃণমূল পরিচালিত ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ রাস্তা না করেই সেই রাস্তার জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ করেছেন ধনঞ্জয়পুর পঞ্চায়েত এর প্রধান নার্গিস বিবি ও তার স্বামী সংসার শেখ। গত দুদিন আগে নাকাশিপাড়া এর বিডিও কল্লোল বিশ্বাসের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য ও বিদ্যুৎ কর্মাধক্ষ্য সদানন্দ মন্ডল। অভিযোগ, সেই ঘটনায় যুগ্ম বিডিও তদন্ত করতে গেলে সংসার শেখ ও তার দলবল যুগ্ম বিডিও রমেশ মন্ডলের সামনেই সদানন্দ মন্ডলকে মারধর করে। পরে স্থানীয় মানুষজন সদানন্দ বাবুকে বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এখনো হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মাধক্ষ্য। অভিযোগ, এর পরই বুধবার নাকাশিপাড়া বিডিও অফিসে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পলাসিপাড়া বিধানসভার বিধায়ক তাপস সাহা।
এখনো কেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ হয়নি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ও অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বিধায়ক তাপস সাহার অভিযোগ, বিজেপির সাথে হাত মিলিয়েই এই কাজ করেছে সংসার শেখ। ঘটনায় যদি কোনো সরকারি আধিকারিক জড়িত থাকে তবে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিডিও কল্লোল বিশ্বাস।