(ছবি:আকাশ বিশ্বাস)
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মে
দিল্লিতে আটকে পড়েছেন নদিয়ার ৩৫ জন শ্রমিক। তারা ফিরতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ফিরিয়ে তাদের আনার জন্য।
লকডাউনের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মহেশচন্দ্রপুর থেকে ৩৫ জন শ্রমিক কাজ করে পয়সা রোজগারের জন্য দিল্লি গেছিলেন। কিন্তু দিল্লিতে যাওয়ার ঠিক পনেরো দিন পরেই লকডাউন শুরু হয়। ফলে তারা দিল্লির মতি নগরে গ্রিন ক্যাপিটালে আটকে পড়েন। এখন তাদের জুটছে না খাবারও। ৩৫ জন শ্রমিক অনাহারে দিন কাটাচ্ছেন। তাই কোনও উপায় না দেখে এক ভিডিওর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছেন তাদের ফিরিয়ে আনবার জন্য।