স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ৪ এপ্রিল: গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে আটটি দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। নদিয়ার হাঁসখালি থানার পুলিশ বেআইনি অস্ত্রগুলি উদ্ধার করে।
গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গতকাল রাতে তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিশ আটটি দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করে।
হাঁসখালি থানার ইটাবেড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত পাম্প থেকে গতকাল রাতে এই বেআইনি অস্ত্র-গুলি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ফুলবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দেশি পিস্তল এবং বোমাগুলি কারা রেখে গেছিল এবং কী কাজে ব্যবহারের জন্য রেখেছিল তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

