খড়্গপুরে চা চক্রে রাজ্যে পদ্ম ফোটানোর আবেদন নাড্ডার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: রাজ্যের যে সমস্ত এলাকায় এখনো পর্যাপ্ত পানীয় জল এবং আলোর ব্যবস্থা হয়নি বিজেপি সরকার আসলে সেই সমস্যার সমাধান হবে বলে খড়গপুর গ্রামীন বিধানসভার ক্ষেত্রের হরিয়াতাড়া গ্রামে এক চা চক্রে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মে মাসে কাটমানির সরকারকে দূর করতে হবে। মানুষের ভবিষ্যৎ পদ্ম। পদ্ম ফুটলেই রাজ্যের মানুষের প্রকৃত বিকাশের রাস্তা খুলে যাবে। এদিন ধাত্রী গ্রামে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেন, দিলীপ ঘোষ যেভাবে চা চক্রের মাধ্যমে জনসংযোগ তৈরি করে চলেছেন এতে স্থানীয় মানুষের সমস্যার সমাধান সহজ হয়। এই চা চক্র একটি ভালো উদ্যোগ বলে মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, গতকাল কিছু কর্মসূচির কথা জানিয়ে প্রশাসনকে অবগত করানো হয়েছিল। কিন্তু অনুমতি দেয় রাত বারোটার সময়। সবকিছুতেই আটকানোর চেষ্টা করছে এই পিসি ভাইপোর সরকার। পিসি ভাইপোর গুন্ডাগিরির মোকাবিলা করে পঞ্চায়েত জিতেছে বিজেপি। মা-মাটি-মানুষের নাম করে এই সরকার তোলাবাজি আর তুষ্টি করণের রাজনীতি চালাচ্ছে। কৃষকদের জন্য এই সরকারের কোনও ভাবনা নেই। কিন্তু অন্যায় তো বেশিদিন চলতে পারে না। আগামী বিধানসভা নির্বাচনে পদ্ম ফুটবে এবং মমতা দিদি চলে যাবে।

তিনি বলেন, এই সরকার আয়ুষ্মান ভারত ও কিষাণ সুরক্ষা যোজনার সুবিধা রাজ্যবাসীকে পেতে দেয় না। এই সমস্ত সুযোগ সুবিধা দেবে বিজেপি সরকার। দেশের জন্য কেন্দ্র সরকার যে সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচি প্রকল্প ঘোষণা করছে সে সমস্ত প্রকল্প আটকে দিচ্ছে রাজ্য সরকার, কারণ এই সরকার কাটমানি, বালি চুরি, ত্রিপল চুরি ও চাল চুরির সরকার। কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করার সুযোগ না থাকায় নরেন্দ্র মোদীর উপর মমতার এত রাগ।

মোদীজি সার্বিক বিকাশের চেষ্টা করছে, আর মমতা শোষণ করছে। তাই এই তৃণমূল সরকারকে বিদায় করতে হবে। জেপি নড্ডা বলেন, আমাদের এই চা-চক্র কর্মসূচি চালিয়ে যেতে হবে এবং মমতা চক্র থেকে মানুষকে বাঁচাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *