আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ মে : আগামী সোমবার রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে শেষ মুহূর্তের প্রচারে সরগরম হয়ে উঠেছে ব্যারাকপুর। এই কেন্দ্রে লড়াই হবে মূলত ত্রিমুখী। তবে ব্যারাকপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং ও তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের মধ্যে। আর এই দুই হেভিওয়েট প্রার্থীর প্রচারে ব্যারাকপুরে আসছেন একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে সেলেবরা। শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার সন্ধ্যায় ব্যারাকপুর কেন্দ্রে নেমেছিল তারাদের মেলা।
এদিন সকাল থেকেই একের পর এক সেলিব্রিটিরা আসতে থাকেন বিজেপি ও তৃণমূল প্রার্থীর প্রচারে। এদিন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে পলতা বাস স্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় পার্থ ভৌমিকের সাথে অংশ নেন বিখ্যাত গায়ক নচিকেতা। এই মিছিলে অংশ নিয়ে নচিকেতা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গান গেয়ে পার্থ ভৌমিকের হয়ে প্রচার চালান। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পার্থ ভৌমিক ও নচিকেতা ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌর সভার পৌরপ্রধান মলয় ঘোষ, গারুলিয়ার পৌরপ্রধান রমেন দাস সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অপর দিকে এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জন্য প্রচার করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন সন্ধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় প্রার্থী অর্জুন সিং এর সাথে প্রচার চালালেন মিঠুন চক্রবর্তী। এদিন মহাগুরু বলেন, মানুষের মধ্যে যে উৎসাহ আর ভিড় দেখছি তাতে আমি আশাবাদী এবারও অর্জুন সিং ব্যারাকপুর নিজের দখলে রাখবে। আর পশ্চিম বঙ্গে পরিবর্তন দরকার, নইলে আগামী দিনে এই রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠবে।” এদিনের বিজেপির এই শোভা যাত্রা হালিশহর থেকে বের হয়ে বলদেঘাটা পর্যন্ত যায়।