বিএসএফ জওয়ানের রহস্য মৃত্যু, চাঞ্চল্য ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কেসি গছ গ্রামে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ২৯ আগস্ট: এক বিএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কেসি গছ গ্রামে। এলাকার একটি চা বাগানের ভেতরে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বিএসএফ এর ৯৪ নম্বর ব্যাটালিয়নের কর্মরত জওয়ান কেদারনাথ হাঁসদার (৪৫)। পুলিশ ও বিএসএফের প্রাথমিক অনুমান নিজের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন ওই বিএসএফ জওয়ান। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ। চোপড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের বাসিন্দা বিএসএফ জওয়ান কেদারনাথ হাঁসদা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত বিএসএফের ৯৪ নম্বর ব্যাটালিয়নের কেসিগছ সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে সীমান্তে প্রহরায় ছিলেন তিনি। শনিবার ভোর চারটে নাগাদ বিএসএফ জওয়ান কেদারনাথের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।তাঁর লোকেশন পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ পাওয়া যায়। এরপর সীমান্ত চৌকির ইনচার্জ দুজন জওয়ানকে কেদারনাথের খোঁজে পাঠানো হলে জওয়ানেরা সীমান্তের পাশে একটি চা বাগানের ভেতরে মৃত অবস্থায় উদ্ধার করেন জওয়ান কেদারনাথ হাঁসদাকে। তাঁর গলার উপরে থুতনির নীচে তিনটে গুলির চিহ্ন মিলেছে। মৃত বিএসএফ জওয়ান কেদারনাথ হাঁসদার পাশেই ওয়াকিটকি, টর্চ লাইট এবং তাঁর বুকের উপর স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করে বিএসএফ।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিএসএফের ঊর্দ্ধতন কর্তারা। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকেও। পুলিশ ও বিএসএফ কর্তাদের প্রাথমিক অনুমান নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বিএসএফ জওয়ান কেদারনাথ হাঁসদা। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও চোপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *