স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ অক্টোবর:
১১ বছর বয়সী এক বালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পরিবারের দাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ঘটনা ঘটতে পারে, যদিও চিকিৎসকেরা বলছে অন্য কথা। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায়।
জানা গেছে, গতকাল রাতে ওই বালকের বাবা প্রশান্ত ঘোষ ছেলেকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলেন। প্রশান্ত বাবু ডাক্তারের কাছে যাওয়ার পরপরই ওই বালকের কাকা মিলন ঘোষ কোনও কারণে প্রশান্তবাবুর বাড়িতে গিয়েছিলেন। তিনি ঘরের ভেতরে গিয়ে দেখেন রাহুল অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তিনি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা সাথে সাথেই রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসকরা ওই বালককে মৃত ঘোষণা করে।
পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু চিকিৎসকেরা বলছেন অন্য কথা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বালকের মৃত্যু হয়নি। মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত শান্তিপুর থানায় বালকের মৃত্যুর ঘটনা নিয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি।