বাঁকুড়ায় জল সংরক্ষণের আবেদন জানাতে অভিনব উদ্যোগ ‘মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডস’ এর

আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ২৯ আগস্ট: জল সংরক্ষণ ও জলের অপচয় রোধ করার আবেদন জানাতে এক অভিনব ও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁকুড়ার মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত অভিনব এই অনুষ্ঠানের উদ্যোক্তা বাঁকুড়া পুরসভা ও পরিবেশবাদী সংস্থা ‘মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডস’র। জলের অপচয় রোধ, জল সংরক্ষণ, বৃষ্টির জলকে ধরে রেখে কাজে লাগানো, হিসেব করে জলের ব্যবহার ইত্যাদি বিষয়গুলি রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা গানের মাধ্যমে তুলে ধরেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অলকা সেন মজুমদার, প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা ও পুর প্রশাসক বোর্ডের সদস‍্য গৌতম দাস। বাঁকুড়া জেলার জল সমস্যা মেটাতে বর্তমান সরকারের বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আন্তরিকতা ও অগ্রগতির কথা তুলে ধরে জল অপচয় রোধ এবং সংরক্ষণের আহ্বান জানান তারা। রাজ্য সরকারের জল ধরো, জল ভরো স্লোগানকে সার্বিক ভাবে সফল করে তুলতে উদ্যোগী সংস্থার সঙ্গে দীর্ঘ মেয়াদি প্রচারে যাবেন বলে জানান অলকা সেন মজুমদার।

প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা জানান, মুখ্যমন্ত্রীর এই প্রকল্প রাজ্যের সার্বিক উন্নয়ন ঘটাতে সক্ষম। কতটা দূরদর্শী হলে এধরনের কর্মসূচির চিন্তাভাবনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকৃষ্ট উদাহরণ। এতে পরিবেশ, কৃষি, মাছ চাষ সহ সার্বিক বিকাশ ঘটবে। তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে শিল্পীরা মুখ্যমন্ত্রীর আবেদন সফল করার জন্য জেলায় প্রচারে এসেছেন তা সমর্থন করা দরকার। স্বেচ্ছাসেবী সংস্থা মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডসের সহ সম্পাদিকা সঙ্গীতা ধর বিশ্বাস জানান, এদিন গানে গানে সচেতনতা অনুষ্ঠানে সামিল ছিলেন বাঁকুড়ার একতা গাঙ্গুলি ও হুগলির ঋত্বিকা সরকার, দক্ষিণ ২৪ পরগনার আশাপূর্ণা বেগম ও ঋতুপর্ণা জানা, সিঙ্গুরের ফাল্গুনী দাস, কাটোয়ার মালঞ্চ চট্টরাজ, পুরুলিয়ার দেবশ্রী হালদার সহ ৩০ জন। বাঁকুড়ার শিল্পীরা বহিরাগত শিল্পীদের বরণ করে জল অপচয় রোধ ও সংরক্ষণে বৃষ্টির জল ধরে রাখার সংকল্প নেন।

সংস্থার সম্পাদিকা ঝর্ণা গাঙ্গুলির বক্তব্য, আমাদের দেশে ভু-গর্ভস্থ ও ভূ-তলের মিষ্টি জলের পরিমাণ দ্রুত হারে কমছে। এখনই সতর্ক না হলে মানব সভ্যতার সংকট আটকানো অসম্ভব হয়ে পড়বে। তাই জলের অপচয় বন্ধ করে বৃষ্টির জলকে ধরে ব্যবহার ও ভূ-গর্ভে পাঠানোর কাজগুলি নাগরিকদের সচেতন ভাবে করাতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা রাজ্যজুড়ে এই কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *