Sukanta, BJP, পিসি তো বড় মিথ্যাবাদী ছিলেনই এখন ভাইপো তার চেয়েও বড় মিথ্যাবাদী হয়েছেন: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৭ জানুয়ারি: বুধবার সকালে বঙ্গ বিজেপি নতুন রাজ্য কমিটি ঘোষণার পর আসানসোল জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন সুকান্ত মজুমদার। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি দাবি করেন, এই কমিটি বাংলার মানুষকেও তার স্বৈরাচারী শাসন থেকে মুক্তি দেবে।

সুকান্ত মজুমদারের কথায়, ২০২৬-এ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গড়বে। নতুন সরকার এলে আয়ুষ্মান ভারত সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে এই রাজ্যের মানুষ।

এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার জবাবে সুকান্ত মজুমদার বলেন, পিসি তো বড় মিথ্যাবাদী ছিলেনই, এখন ভাইপো তার চেয়েও বড় মিথ্যাবাদী হয়েছেন। তিনি বলেন, অভিষেক রুপোর চামচ মুখে দিয়ে জন্মেছেন, তাই ভাবে নির্বাচন কমিশন তার বাড়ির ভৃত্যদের মতো কথা শুনবে। কিন্তু কমিশন আইনের পথে চলবে, কারও নির্দেশে নয়।

আসানসোল এলাকার বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক এবং তার ভাই অভিজিৎ ঘটকের বিরুদ্ধে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, আসানসোলের রেল পাড় এলাকা ড্রাগ মাফিয়াদের দখলে চলে যাচ্ছে। হিন্দুত্বের মাটিতে ল্যান্ড জিহাদ চলছে এবং মুসলিম তোষণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, জেলা হাসপাতালের সামনে দুধেল গাইদের সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করা হচ্ছে না। যার ফলে যানজটে অ্যাম্বুলেন্স আটকে রোগীর মৃত্যু হচ্ছে।

তাঁর কথায়, আসানসোলকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে ২০২৬-এ বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানান তিনি।

একই সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিন্দু ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাই এখানে অব্যবস্থা থাকবেই। বিজেপি ক্ষমতায় এলে ভক্তদের জন্য স্থায়ী আবাসন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *