সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৮ জুলাই: করোনা আবহে ট্রাফিক আইন মেনে চলার সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা আইনের সংমিশ্রনে এবারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল পুরুলিয়ায়। বাইক আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে মুখে মাস্ক লাগানো আবশ্যক বলে জানিয়ে দিল পুলিশ। শুধু দুর্ঘটনা ঠেকানো নয়, করোনা আবহে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের এই পরামর্শ জন সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এদিন একটি বাইক ৱ্যালি করা হয়। পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইন থেকে ৱ্যালির সূচনা হয়। এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সচেতনতা মূলক অনুষ্ঠানটি।
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির জন্যই দুর্ঘটনা কমছে বলে দাবি করেন জেলা পুলিশ সুপার এস সিলভামুরুগান। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, পুরুলিয়া পুরসভার প্রশাসক শামিম দাদ খান সহ বিশিষ্টজনরা।