আমাদের ভারত, ২৭ জানুয়ারি: জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে এবার বড় দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর দাবি, মুসলিমদের উচিত বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের জমি হিন্দু পক্ষের হাতে তুলে দেওয়া।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই এই দাবি তুলেছেন গিরিরাজ সিং। বারাণসী আদালতে সম্প্রতি জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে রিপোর্ট জমা দেয় এএসআই। আদালতের তরফে ওই রিপোর্ট দু’পক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরেই, হিন্দু পক্ষের আইনজীবীর হাত ধরে রিপোর্ট প্রকাশ্যে আসে।
ওই রিপোর্টে বলা হয়েছে, মসজিদের পশ্চিম দিকে নির্মাণের মধ্যে হিন্দু মন্দিরের অংশ রয়েছে। একাধিক প্রমাণ মিলেছে যে মন্দিরের কাঠামোর উপরেই তৈরি হয়েছে মসজিদ।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট প্রকাশে আসার পর গিরিরাজ সিং দাবি তুলেছেন, মুসলিমরাই যাতে নিজে থেকে জ্ঞানব্যাপী মসজিদের জমি হিন্দুদের হাতে তুলে দেন। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। কিন্তু অযোধ্যার সাথে কাশী ও মথুরার মন্দিরের পুনরুদ্ধার আমাদের দাবির মধ্যে ছিল। তাই জ্ঞানব্যাপী নিয়ে এএসআই- এর রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই মুসলিমদের উচিত মসজিদের জায়গা হিন্দুদের হাতে তুলে দেওয়া।
বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত গিরিরাজ সিং বলেন, স্বাধীনতার পর ভারতে একটিও মসজিদ ভাঙ্গা হয়নি, কিন্তু পাকিস্তানে একটিও হিন্দু মন্দির আর অবশিষ্ট নেই।
মোদীর এই মন্ত্রীর বক্তব্য ঘিরে শোরগোল পড়লেও বিজেপি নেতার দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হতে পারে এমন কোনো বিবৃতি দেওয়া উচিত নয়। তিনি বলেন, আমি সম্প্রীতির জন্যই বলছি। উস্কানিমূলক বিবৃতি দেবেন না। বর্তমান ভারত বদলে গিয়েছে। সনাতন তরুণরা জেগে উঠেছে। যদি কেউ বাবর বা ঔরঙ্গজেব হওয়ার চেষ্টা করে যুবকদের মহারানা প্রতাপ হতে হবে। আপনার উচিত শান্তি বজায় রাখা নিশ্চিত করা। তিনি বলেন, মন্দির, মসজিদ বিবাদ নিয়ে যেনো কেউ সাম্প্রদায়িক উস্কানি না দেন। তিনি চান, শান্তিপূর্ণ উপায়ে সমস্ত সমস্যার সমাধান হোক।