আমাদের ভারত, ২৫ অক্টোবর: অঙ্গগ্রহণে আগ্রহী হলেও অঙ্গদানে বিন্দুমাত্র আগ্রহী নন মুসলিমরা। সেই তথ্য সামনে এনে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, ১). “গত তিন বছরে, এইমসের ২৩১ জন অঙ্গদাতার মধ্যে একজনও মুসলিম নন। দান করা মৃতদেহের অঙ্গগ্রহীতা ৩৯ জন মুসলিম।
২). আহমেদাবাদ সিভিল হাসপাতালে ৩ বছরে ৪১০ জন তাদের অঙ্গদান করেছেন। তাদের মধ্যে একজনও মুসলিম নন। কিন্তু অঙ্গগ্রহীতাদের মধ্যে ৬২ জন মুসলিম ছিলেন।
৩). আমি আমার মুসলিম পরিচিতকে জিজ্ঞাসা করলাম: এরকম কেন? তার উত্তর শুনে আমি অবাক হয়েছি; আপনিও নিশ্চয়ই তাই হবেন।
…উত্তর ছিল… “আমাদের ধর্মে, আল্লাহর সৃষ্ট দেহকে আল্লাহ যেভাবে দিয়েছেন, তেমনভাবেই দাফন করা হয়, কোনও প্রকার হ্রাস ছাড়াই। সেই কারণেই, মৃত্যুর পরেও অঙ্গদান আমাদের সম্প্রদায়ে নিষিদ্ধ।”
আমি বললাম: “তাহলে, তুমি কেন অন্যের অঙ্গ গ্রহণ করো? তাহলে, উত্তর ছিল: “আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ সম্পর্কে কিছু বলেননি।”

