Bulldozer, Hindu community, হিন্দু সম্প্রদায়ের মিছিল দেখে থুতু ফেলছিল মুসলিম যুবক, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি, সঙ্গে পাঁচ মাস হাজত বাস

আমাদের ভারত, ১৮ জানুয়ারি: হিন্দুদের ধর্মীয় মিছিল বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেই মিছিল দেখে থুতু ফেলেছিলেন বছর ১৮-র এক মুসলিম যুবক। সেই অপরাধে তার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ১৫১ দিন জেলবন্দিও ছিল সে। আপাতত জামিনে মুক্তি পেয়েছে এই মুসলিম যুবক ও তার দুই ভাই।

মধ্যপ্রদেশের উজ্জয়নীতে গত ১৭ জুলাই আদনান মানসুরির বাড়ির সামনে দিয়ে শিব পুজোর একটি শোভাযাত্রা যাচ্ছিল। ওই সময় নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন আদনান ও তার দুই ভাই। অভিযোগ, তারা মিছিল দেখে থুতু ফেলেছিল। মিছিল থেকে এক ব্যক্তি চিৎকার করে প্রতিবাদ করে জানিয়েছিলেন ওরা থুতু ফেলেছে। এরপরই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তিন ভাইকে হেফাজতে নেয় পুলিশ।

ঘটনায় সাওয়ান লট নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন, আদনানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, দখলি জমিতে বাড়ি থাকার কারণেই বাড়ি ভাঙ্গা হয়েছে।

যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব বলেছেন, যারা ভগবান শিবকে অসম্মান করবেন তাদের শিবের তাণ্ডবের জন্য তৈরি থাকতে হবে। পুলিশ সূত্রে খবর, আদনান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, শত্রুতার প্রচার, ধর্মীয় সমাবেশে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছিল। পাঁচ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *