আমাদের ভারত, ৭ অক্টোবর: অসমের গুয়াহাটি শহরে ফের লাভ জিহাদের ঘটনার খবর জানা যাচ্ছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক হিন্দু তরুণীকে এক মুসলিম যুবক ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গুয়াহাটি শহরের নারেঙ্গি মিলিটারি ক্যাম্প এলাকায়। হিন্দু ভয়েস (hinduvoice) নামে একটি পোর্টালে এই সংবাদটি প্রকাশিত হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, অঞ্জলী বিশ্বাস নামে ওই তরুণী যখন কাজে যাচ্ছিল তখন রফিক আলি তার উপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তরুণীর হাতে, চোখে, মুখে, ঘাড়ে ও পেটে ছুরি দিয়ে আঘাত করতে থাকে রফিক। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তরুণীকে উদ্ধার করে। যদিও রফিক পালিয়েছিল। শুক্রবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জরুরি বিভাগে ভর্তি করে নেন। এর পর কয়েক ঘণ্টার অপারেশন চলে ওই তরুণীর। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর অবস্থা সংকটজনক।
জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, ‘ওকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তরুণীর একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাতে একাধিক কাটা দাগ রয়েছে। তার স্তনে, মুখে, গলায় ও পেটে কাটা চিহ্ন রয়েছে। পেটে ছুরির আঘাত এতটাই গভীর যে তার লিভার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, রফিকের সঙ্গে অঞ্জলীর সম্পর্ক ছিল। কিন্তু প্রায় এক বছর আগে সেই সম্পর্কের ইতি টানে অঞ্জলি। এরপর তাকে অনুসরণ করে উত্যক্ত করত রফিক এবং বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তরুণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে রফিক তাকে কয়েকবার হুমকিও দেয়। যদিও তাতে পাত্তা দেয়নি অঞ্জলী। সে তার দৈনন্দিন জীবন নিজের ছন্দে চালিয়ে নিয়ে যাচ্ছিল। সেই আক্রোশে তার ওপর এই নির্মম হামলা। এখন সে আইসিইউতে।
Assam: Anjali Biswas was brutally stabbed by Rafiq Ali for refusing marriage proposal | https://www.hinduvoice.in/2022/10/Assam-anjali-biswas-was-brutally-stabbed-by-Rafiq-Ali-for-refusing-marriage-proposal.html?m=1

