নীল বনিক, আমাদের ভারত, ২৭ আগস্ট: জঙ্গল মহলে এবার লকডাউন পর্বে দরিদ্র মানুষের সেবা করে প্রভাব বিস্তার করছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। লকডাউন শুরু হবার পর থেকেই পশ্চিমমেদিনীপুরে প্রতিদিন দরিদ্র মানুষকে খাওয়াচ্ছেন জেলার রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা।
আরএসএস ঘনিষ্ঠ সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ রাজ্যের বিভিন্ন জেলায় তাদের শাখা বিস্তার শুরু করেছে। এই লকডাউনের সময় জঙ্গল মহলে সেবা কাজের মাধ্যমে তারা বহু মানুষের কাছে পৌছে গেছে। পশ্চিম মেদিনীপুরের বেলদা শহর, নারায়ণগড় বিধানসভা এলকার ঠাকুরচক, রাজাডাঙা, ময়না জগৎপুর সহ বিভিন্ন গ্রামে দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরন করছেন জেলার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা। এমনকি বর্ষার সময় রান্না করা খাবার বিলিতে অসুবিধে হলে চাল, ডাল আলু বিলি করছেন।

এব্যাপারে পশ্চিমমেদিনীপুরের জেলা সংযোজক নুরহোসেন খান বলেন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দরিদ্র মানুষের মুখে সামর্থ অনুযায়ী অন্ন তুলে দিচ্ছে। বেলদা, নারায়ণগড় সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন ৫০০ মানুষকে খাবার দিচ্ছে আমাদের সংগঠন। পাশাপাশি করোনা নিয়েও সাধারন মানুষকে সচেতন করা হচ্ছে। সবাই যাতে মাস্ক ব্যাবহার করে তার জন্যও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন নুরহোসেন খান। তিনি বলেন, আমাদের এই কাজে পূর্ণ সগযোগিতা করছেন বেলদার স্থানীয় ব্যবসায়ী সমিতি বিএফটিও।

পশ্চিম মেদিনীপুরে বিগত লোকসভায় ভালো ফল করেছে বিজেপি। এমনকি গোটা জঙ্গল মহলজুড়েই বিজেপি প্রভাব বিস্তার করেছে। এবার বিধানসভা ভোটের আগে সাধারন সংখ্যালঘুদের মন পেতে বিশেষ সক্রীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। তবে এই প্রশ্ন সরাসরি খারিজ করে দিয়েছেন মঞ্চের রাজ্য সংযোজক আলি আবজল চাঁদ। তিনি বলেন, সেবা কাজের সঙ্গে কখনও রাজনীতি মেলাবেন না। সেবার সঙ্গে ধর্মের যোগ নেই। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের একটাই ধর্ম মানব সেবা। পশ্চিমমেদিনীপুরে আমাদের সংগঠনের তরফে মানব সেবা করা হচ্ছে।

