শাসকদলের মুসলিম ভোটে থাবা বসাতে উদ্যোগ, উত্তর ২৪ পরগণায় যাত্রা শুরু সংঘ ঘনিষ্ট মুসলিম সংগঠনের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ আগস্ট: তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে উত্তর চব্বিশ পরগনায় ময়দানে নামল সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলায় যাত্রা শুরু করল সংগঠনটি।

দক্ষিণ বঙ্গের এই জেলায় ৩৩টি বিধানসভা রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে প্রায় ৩৫%। তারমধ্যে ২০টি বিধানসভায় সংখ্যালঘু ভোট বড় ফ্যক্টর। লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যারাকপুর ও বনগাঁ আসনটিও দখল করেছে বিজেপি। বাদবাকি লোকসভা আসন তৃণমূলের দখলে রয়েছে। সেইজন্য ২০২১ এর নির্বাচনে রাজ্যের শাসক দলের সংখ্যালঘু ভোটে থাবা দিতে পারলেই বিজেপির ভালো ফল হবে। তার জন্য শনিবার সংঘ ঘনিষ্ঠ সংখ্যালঘু সংগঠনটি উত্তরচব্বিশ পরগনা জেলায় যাত্রা শুরু করল।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি গঠন করা হল। কমিটিতে রয়েছে ১৭ জন সদস্য। কমিটিতে ২ জন মৌলানা, ২ জন মাদ্রাসা শিক্ষক এবং ২ জন মহিলা রয়েছেন। কমিটি গঠন করার পর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আবজল চাঁদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের মুসলিমদের জন্য কিছু করেনি। স্বাস্থ্য, শিক্ষা নিয়ে মুসলিমদের জন্য ভাবা হয়নি। উগ্র মৌলানাদের থেকে মুসলিম যুবকদের মুক্ত করে জাতীয়তাবোধ তৈরি করাই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের একমাত্র কাজ।

মুসলিম রাষ্টীয় মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি আলমগিরি আলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলিম যুবকরা চাকরি পায়নি। গ্রামের মুসলিম ছাত্ররা সরকারি স্করালশিপের টাকা সেভাবে পায়নি। তৃণমূলের হিংসার রাজনীতিতে সব থেকে বেশি প্রাণ ঝড়েছে মুসলিম যুবকদের। ভয়হীন বাংলা গঠন করার জন্যই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রচার শুরু করবে বলে জানিয়েছেন আলমগিরি আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *