Devdutta Maji, Betberia, বারুইপুর বেতবেড়িয়ায় হিন্দু পরিবারে হামলা চালিয়েছে মুসলিম দুষ্কৃতীরা, ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব দেবদত্ত মাজি

আমাদের ভারত, ২৪ আগস্ট: বারুইপুর থানা এলাকার বেতবেড়িয়ার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা অনুপ ঘরামীর বাড়িতে কিছু মুসলিম দুষ্কৃতী বেপরোয়া হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশি পদক্ষেপের দাবি করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। তাঁর নেতৃত্বাধীন আরেকটি সংগঠন সিংহবাহিনীর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায় পুলিশ পদক্ষেপ না করলে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার পর আহত হিন্দু পরিবারের সদস্যদের ছবি ও হামলার পর সেই বাড়ির অবস্থার একাধিক ছবি পোস্ট করেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। তিনি জানান, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারুইপুর থানা এলাকার বেতবেড়িয়ার রামকৃষ্ণ পল্লীতে অনুপ ঘরামীর বাড়িতে মুসলিম জিহাদিরা বেপরোয়া হামলা চালায়।

ঘটনার সূত্রপাত, অনুপ ঘরামীর বাড়ির সামনে কিছু মুসলমান ব্যক্তি একটি জাল বিছিয়ে রেখেছিল। অনুপ ঘরামীর পরিবার সেই জাল সরিয়ে নিতে বলে, কারণ তাতে তাদের গরু নিয়ে যাওয়ার সময় গবাদি পশুরা জাল ছিঁড়ে ফেলতে পারে। তাতেই বচসা শুরু হয়। বুবাই লস্কর নামে এক মুসলিম ব্যক্তি অনুপ ঘরামীর মাকে আঘাত করতে যায় বলে অভিযোগ। অনুপ এর প্রতিবাদ করলে বুবাই লস্কর বড় পাথর দিয়ে অনুপের মাথায় আঘাত করে। যার ফলে অনুপের চোখে আঘাত লাগে।

এরপর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে আক্রান্ত ব্যক্তি স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করতে গেলে তাকে বারুইপুর থানায় যেতে বলা হয়। অনুপ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে বাড়ি থেকে একটি ফোনকল যায় তার কাছে। সে জানতে পারে কিছু মুসলিম ব্যক্তি অনুপের পরিবারের সদস্যদের জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

অভিযোগ, পুলিশকে এই সব ঘটনা জানানোর পরে পুলিশ কোনো পদক্ষেপ না করে অনুপকে বাড়ি ফিরে তার পরিবারকে বাঁচানোর পরামর্শ দেয় ও পরের দিন মামলা করতে আসতে বলা হয়।

অভিযোগ এফ আই আরের পরিবর্তে পুলিশ ২৪১৭ নম্বরে একটি ডায়েরি এন্ট্রি নেয়। অনুপ বাড়ি ফিরে আসার পর, সামাদ লস্করের ছেলে বুবাই লস্কর এবং আরও ১৫ জন দুষ্কৃতী অনুপ ঘরমীদের বাড়ি ভাঙ্গচুর করে, জিনিসপত্র ভাঙ্গচুর করে, তার স্ত্রীর রাতের পোশাক ছিঁড়ে ফেলে, তাকে লাঞ্ছিত করে এবং হত্যার হুমকি দেয়। হামলাকারীরা অনুপের শ্যালিকার শ্লীলতাহানি করে। অনুপের স্ত্রী ঝর্ণা ঘরামীকে অর্ধনগ্ন অবস্থায় তাদের গ্রামের দিকে টেনে নিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনায় চুড়ান্ত আতঙ্কে রয়েছেন আক্রান্ত পরিবার। তারা জানিয়েছে, এতকিছুর পরে তাদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে চুড়ান্ত নিষ্ক্রিয়তার অভিযোগে করে সরব হয়েছেন দেবদত্ত মাজি। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সিংহ বাহিনী সংগঠনের তরফে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *