Bangladesh, Muslim, লাভ জিহাদ! বৈষ্ণব সেজে একের পর এক হিন্দু মহিলার সঙ্গে প্রতারণা মুসলিম ব্যক্তির

আমাদের ভারত, ২৪ নভেম্বর: বাংলাদেশি হিন্দুদের উপর হওয়া অত্যাচারের আরো একটি ভয়ঙ্কর নজির প্রকাশ্যে এলো। লাভ জিহাদের একাধিক ঘটনা ঘটতে শুরু করেছে সেখানে। এক মুসলিম ব্যক্তি বৈষ্ণব সেজে ঠকিয়ে চলেছে একের পর এক হিন্দু মেয়েকে।

ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক হিন্দু মহিলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক বৈষ্ণববেশী মুসলিম ব্যক্তির ছবি শেয়ার করেছে এবং তার ভয়ঙ্কর কীর্তি- কলাপের কথা প্রকাশ্যে এনেছে।

ওই ব্যক্তির নাম মহম্মদ আবদুর রহিম। ওই ব্যক্তি ফেসবুকে মনোহর বাসুদেব দাস নামে একটি অ্যাকাউন্ট খুলেছে। সেখানে সে নিজেকে হিন্দু ও বৈষ্ণব বলে পরিচয় দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তি বেছে বেছে হিন্দু মহিলাদের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ।

বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সোশ্যাল মিডিয়া পেজে এই ব্যক্তির কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। সেই পেজ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ছবিতে যাকে দেখছেন তিনি একজন ভন্ড ও প্রতারক। তার আসল নাম মহম্মদ আব্দুল রহিম, ওরফে মনোহর বাসুদেব দাস। তার জন্মস্থান চট্টগ্রাম। সেখানে আরো বলা হয়েছে, আরপাড়া মাগুরা সহ একাধিক জায়গায় তাকে দেখা গেছে। নিজের ধর্ম সম্পর্কে তথ্য গোপন করে নড়াইল, যশোর, মাগুরা সহ একাধিক মঠে তিনি গিয়েছেন। সেখানে ভুয়ো আই কার্ড তৈরি করে নিজেকে হিন্দু বলে প্রতিপন্ন করতে চেয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তি দীক্ষাও নিয়েছেন। খোল করতাল বাজাতে ও ভজন গীতেও তিনি অংশগ্রহণ করেছেন। তার একাধিক স্ত্রী রয়েছে।

ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার ওই পেজে আরও বলা হয়েছে, মুসলিম ব্যক্তি নিজে হিন্দু সেজে মঠে ঢুকছে। মঠ ও মন্দিরের পরিবেশ নষ্ট করা হয়েছে। তাই ১০০% আইডেন্টিটি কনফার্ম না করে কাউকে মঠ আর মন্দিরে প্রবেশ করতে যেন না দেওয়া হয়। এলাকাবাসীর কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছে।

যে ব্যক্তির ছবি পোস্ট করা হয়েছে সেই ব্যক্তির কপালে তিলক কাটা রয়েছে। গলায় কন্ঠি রয়েছে। দেখে সুধাচারী বৈষ্ণবদের থেকে কোনো অংশে কম মনে হবে না। হাতে রয়েছে জপমালাও। দেখতে অনেকটা ইসকনের সন্ন্যাসীদের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *