আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জানুয়ারি:
নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনার মাঝখানে সরস্বতী পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিল সেখানকার একটি ক্লাব। বাগদেবীর পায়ে ফুল দিয়ে পুজোর সূচনা করলেন এলাকারই বাসিন্দা শেখ বাহারুদ্দিন।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। গত এক দশক ধরে এরাজ্যের রাজনৈতিক হিংসা এবং উত্তেজনার সঙ্গে প্রায় সমার্থক হয়ে ওঠে এই এলাকা। এই পরিস্থিতিতে মুসলিম পরিবারের শেখ বাহার উদ্দিনকে দিয়ে সরস্বতী পুজোর উদ্বোধন করিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছে নন্দীগ্রামের কুলবাড়ির মুরাদপুর নবোদয় সংঘ। সংঘের পুজো এবার কুড়িতম বর্ষে পদার্পণ করল। মঙ্গলবার স্থানীয় বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্যের সঙ্গে বাগদেবীর পায়ে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন শেখ বাহারুদ্দিন।
নন্দীগ্রাম আন্দোলন শেষ হওয়ার পরেও এলাকায় রাজনৈতিক সংঘর্ষ এবং হিংসা অব্যাহত থাকায় একটু অন্য রকম বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রামের এই ক্লাব সংগঠন। এবার তাদের পুজোর থিম বিশ্বশান্তি।