আমাদের ভারত, মেদিনীপুর, ১ এপ্রিল: ক্লোরিন মেশানোজল দিয়ে শালবনী বাজার স্যানিটাইজ করা হয়েছে আগেই। এবার মুদি দোকান, সবজি বাজার, রেশন দোকানের কর্মীদের এবং বাজারের সাধারণ মানুষদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন জাগরন ও সৃষ্টি সোসাইটি সদস্যরা। প্রশাসনের হস্তক্ষেপে শালবনির সবজি বাজার এখন বসছে স্টেশনের কাছে ফাঁকা মাঠে। সংস্থার তরফে সন্দীপ সিংহ ও অতনু সিংহ জানান, তারা পুরো শালবনী বাজার ও রাস্তাঘাট স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিয়েছেনl বুধবার সবজি ও মুদি দোকানী সহ সাধারণ মানুষ এবং যারা করোনা আতঙ্ক দূর করে সাধারণ মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাদের সকলকে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছেl
জাগরন ও সৃষ্টি সোসাইটির এই উদ্যোগে সহযোগিতা করেন আশিস সিংহ, তাপস ঘোষ، সুমন সরকার, কাঞ্চন ডাঙব, বিশ্বজিৎ বক্সি,আশীষ পান এবং পঞ্চায়েত সভাপতি মিনু কয়ারি সহ শালবনী বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরাl