ছাত্রীকে কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ, জলপাইগুড়িতে গ্রেপ্তার স্কুলের সঙ্গীত শিক্ষক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর: দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ফোনে বিরক্ত ও কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের এক সঙ্গীত শিক্ষককে গ্রেফতার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। ছাত্রীর পরিবার স্কুল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করে ঘটনার বিবরণ তুলে ধরেন দিন কয়েক আগে বলে দাবি। এরপরেই স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়। শহরের এক হাই স্কুলের ঘটনা। ঘটনায় শিক্ষক মহলে নিন্দার ঝড় উঠেছে।

অভিযোগ, ওই স্কুলের এক শিক্ষক ছাত্রীকে ফোনে বিভিন্নভাবে বিরক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন কিছুদিন থেকে। বার বার সাবধান করার পরেও অভিযুক্ত শিক্ষক রাতে দিনে সব সময় ছাত্রীকে ফোনে বিরক্ত করতেন। ছাত্রীর পরিবারের দাবি, শিক্ষকের ব্যবহারে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারকে ঘটনার কথা জানাশ।

পুলিশ জানায়, ছাত্রী নাবালিকা হওয়ায় পসকো মামলা করে ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

জেলা পুলিশ সুপার দেবর্ষি সংবাদ মাধ্যমকে জানায়, “এক ছাত্রীকে ফোনে বিরক্ত করা ও কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রীর বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃত শিক্ষককে আদালতে তোলা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *