Pratul Mukhopadhyay, Mecheda, সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মৃতিচারণ সভা মেচেদায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ মার্চ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই বাংলার খ্যাতনামা বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হলো আজ মেচেদার বিদ্যাসাগর হলে। সভায় সভাপতিত্ব করেন, ট্রাস্টের বর্ষীয়ান সদস্য সৌমেন বসু। প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ট্রাস্ট সদস্য গণেন রায়, ডাঃ বিশ্বনাথ পড়িয়া, বিদ্যাসাগর স্মরণ সমিতির সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস, নৃপেন্দ্র নাথ রায়, বিধান ঘোড়ই প্রমুখ।

আবহবিদ অশোক হাজরা স্বরচিত কবিতা পাঠ করে স্মৃতিচারণা করেন। সঙ্গীত পরিবেশন করে শ্রদ্ধা জানান, শুভজিত জানা, সৌমী রায়, অনুপ মাইতি, বিদিশা জানা, বর্ষা মাণিক, মনীষা প্রধান প্রমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এই ব্যক্তিত্ব ৮২ বছর বয়সে গত ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ এ প্রয়াত হয়েছেন। সৌমেন বসু তাঁর বক্তব্যে প্রতুলবাবুকে একজন বলিষ্ঠ প্রতিবাদী শিল্পী হিসেবে উল্লেখ করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *