পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ নভেম্বর: মেদিনীপুর কলেজের প্রাক্তন ছাত্র সম্মেলনের উদ্যোগে ও মেদিনীপুর কলেজের (স্বশাসিত) সহযোগিতায় বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য দুইদিন ধরে সংগীত ও নৃত্যের এক কর্মশালা আজ থেকে শুরু হয়েছে।

সংগীত জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব অলক রায়চৌধুরী এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য প্রশিক্ষক অধ্যাপক রাহুলদেব মন্ডল এই কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা করেন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তনীদের পক্ষে কুনাল ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

