আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৩ আগস্ট: গুরুতর অসুস্থ হয়ে মারা গেলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বন-ভুমি কমার্ধ্যক্ষ ও খড়গ্রাম ব্লকের তৃণমূল সভাপতি মফিজউদ্দিন মন্ডলের। গত পাঁচ দিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং বুধবার রাতে বহরমপুর স্টেশন সংলগ্ন বেসরকারি হাসপাতাল থেকে মাতৃসদন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
বুধবার রাতে ওই তৃণমূল নেতার শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে বহরমপুর কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ওঁনাকে অক্সিজেন দিতে দেরি হয় বলে অভিযোগে তাঁর পরিবারের পক্ষ থেকে হামলা করা হয় জুনিয়র ডাক্তার ও নার্সদের উপর। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ পৌঁছয় এবং রাতেই মফিজউদ্দিন মন্ডলের ছেলে-সহ মোট চারজনকে আটক করে পুলিশ।
আজ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার দুপুরে খড়গ্রাম থানার মাড়গ্রামে তার নিজস্ব জন্ম ভিটেতে শেষকৃত্য সম্পন্ন করা হয়। আগনিত রাজনৈতিক কর্মী ও তৃণমূল নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন তাঁর শেষকৃত্যে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।