আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ ডিসেম্বর: এনআরসি ও ক্যাব বিরোধী আন্দোলনের নামে গুন্ডাগিরি দেখল মুর্শিদাবাদ জেলা। দাঁড়িয়ে থাকা পাঁচটি ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাল আন্দোলনকারীরা। ভাঙ্গচুর করা হল মুর্শিদাবাদের একের পর এক ষ্টেশন। শনিবার দিনভর গুন্ডাগিরি ও তান্ডব দেখল মুর্শিদাবাদ জেলা। শনিবার বিকেলে মুর্শিদাবাদের লালগোলা ও কৃষ্ণপুর ষ্টেশনে মোট পাঁচটি ট্রেনের বগিতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা। শুক্রবার পর শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে দফায় দফায় বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত থাকল মুর্শিদাবাদ জেলার একাংশে। ট্রেন অবরোধ করে চলল বিক্ষোভ। ভাঙ্গচুর করা হল ষ্টেশন। পোড়ানো হল ষ্টেশনের একাংশ। সরকারি বাস ও অগ্নিনির্বাপন গাড়ির পাশাপাশি সামশেরগঞ্জ থানা ভাঙ্গচুর করে আন্দোলনকারীরা। বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হল মুর্শিদাবাদ জেলা পুলিশ। পর্যাপ্ত পরিমাণ পুলিশ না থাকার ফলে ব্যর্থ হল প্রশাসন।
শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার শিয়ালদহ শাখার লালগোলা ও কৃষ্ণপুর ষ্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। লালগোলা প্যাসেঞ্জার, মেমু ট্রেন সহ একাধিক ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর রোড ষ্টেশন, নিমতিতা ষ্টেশন, সুজনিপাড়া ষ্টেশন এবং চাঁদের মোড় টোলপ্লাজা ভাঙ্গচুর করা হয় এবং আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি সুতি আহিরন ব্রিজে উপর অ্যাম্বুলেন্স সহ একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয় আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।