BJP, Mamata, ‘মুর্শিদাবাদ মডেল’ আইনশৃঙ্খলার সম্পূর্ণ ধ্বংসের দলিল, মমতাকে প্রকাশ্যে কটাক্ষ বিজেপি-র

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: “পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গৃহমন্ত্রী হিসেবেই নয়, পুলিশমন্ত্রী হিসেবেও চরমভাবে ব্যর্থ।” মঙ্গলবার এক্সবার্তায় এই কড়া মন্তব্য করা হলো বিজেপি-র তরফে।

ওই বার্তায় লেখা হয়েছে, “মুর্শিদাবাদে জিহাদি উন্মত্ততা নির্বিঘ্নে দাপিয়ে বেড়িয়েছে, হিন্দুদের ওপর হামলা, দোকানপাটে অগ্নিসংযোগ, পরিকল্পিত ভীতি প্রদর্শন-সবই হয়েছে প্রশাসনের নীরব সম্মতিতে। আরও ভয়াবহ হলো, যাদের রক্ষা করার কথা সেই ‘মমতার পুলিশ’ই হিন্দুদের বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে হয়রানি করেছে। অপরাধীরা ছাড় পেয়েছে, আর নিরীহ হিন্দুরাই হয়েছে টার্গেট।

এই শাসনে হিন্দুরা নিজেদের রাজ্যেই দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ হিন্দু পরিবার যে অত্যাচারের কারণে পূর্ব পাকিস্তান ছেড়ে এসেছিল, সেই একই ভীতি, একই নিপীড়ন, জিহাদি তাণ্ডব আর প্রশাসনিক সন্ত্রাস চলছে তৃণমূল শাসিত বাংলায়।

তুষ্টিকরণের রাজনীতিকে ঢাল করে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুদের নিরাপত্তা, মর্যাদা ও স্বদেশ-সবকিছুকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। এটাই তাঁর শাসনের নগ্ন বাস্তবতা।”

প্রসঙ্গত, কয়েক মাস আগে মুর্শিদাবাদে ওই ‘জিহাদি উন্মত্ততা’ ঘিরে প্রবল আলোড়ন হয়। কিন্তু প্রশাসনের তরফে কোনও দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *